ধর্মের কল বাতাসে নড়ে ।
যদি তুমি লুকাও সত্যরে,
অজান্তে ই যেন ছড়িয়ে পরে।
যদি তুমি সেটা হিমালয়ের
বুকে চাপা রাখ।
প্রশান্তের মাঝেতে
লুকিয়ে ফেল।
তাহলেও কেহি বা আটকাতে
পারিবে তাহারে।
ফুলের সুবাসের মত,
ছড়িয়ে পড়িবে এসে ফিরে।
সত্য যে মহামান্য।
মোদের সে বুঝায়
বারে বারে।
তাই এসো মিথ্যারে
ত্যাগ করি,
সত্যরে বাঁচি নিয়ে।