এমনি পাইনি সোনার দেশটি,
রয়েছে অনেক ত্যাগের ব্যষ্টি।


শত শত ইতিহাস
মোর দেশটিকে ঘুরে ।
তাইতো মোর দেশের কথা,
নেইতো হা ঘরে।


বপ্র ফাটা শত পাতা
খোলো কবির শত খাতা ।
আছে আদি নেই তো অন্ত,
মনে হয় যেন পূষণ প্রভা।


কলুষিতের অস্ত্র তরে ,
রণে এলো তোমার ছেলে।
বুকের মাঝে আর কিছু নেই
শুধুই তাজা রক্ত ।
এমন দান না পারিবে কেউ,
শুধুই উন্মাদ ভক্ত।


লাখো মা বসে আছে ,
মোমের শিখা হাতে লয়ে।
কবে আসিবে ফিরে ,
তার সোনার ছেলে ।


কবে রক্ত টগবগিয়ে
বলিবে আসিয়া ,
মাগো দেশের তরে,
রক্ত দিলাম ভাসিয়া।
তোমরা আজীবন বাঙালির বুকে ,
থাকিবে মিশিয়া।