এ গ্ৰামের ছেলে আমি।
সারাটি দিন চারপাশেতে
বেড়াই ঘুরি।
মনের সুখে পাল তুলি;
আর বন-বাদারের গাছে চড়ি।


কাল যে আমি শহর যাব।
সোনার গ্রামটি ছাড়িয়া।
মনের মাঝে বড় কষ্ট লাগে
তবুও যেতে হবে বাঁধিয়া।
দশটি বছর পর আমি,
গ্রামে আসিলাম ফিরিয়া।
দেখে গ্রামটির চেহারা,
চোখ দুটো নদীতে গেল ভাসিয়া।


গ্রামটি যেন গ্রাম নেই।
হয়ে গেছে শহর।
আজ তো সেই রাস্তাতে,
দেখি বাস-ট্রাকেরই বহর।


যদিও আছে বাপ-দাদাদের,
ভিটা,আবাদ জমি।
তবুও কোথায় চলে গেল,
দশকের আগের বনভূমি?


গাছপালা সেথায় যেন,
সোনা-রুপোর খনি।
আগে মানুষের ঘরে থাকিতো,
শস্য টনি টনি।
আজ সে শস্য গো
তারা খায় কিনি।


তাইতো ভাবি আজ এত
জিনিসপত্রের দাম।
অল্পটুকু বাজার করতে,
ঝরে যায় ঘাম।