জীবন তুমি বড় বেহায়া!
জনম-মরণ প্রহরীদ্বয়,
ধরিয়া রেখেছে আকড়িয়া।
ইতি টেনে যায়
শুধু দেখিতে চাহিয়া।
কেন তুমি দাও না মোরে,
সময়খানি মাপিয়া?
কেন তুমি দাওনা কাহাকেও,
স্বপ্নকে স্বেচ্ছায় তুলিতে গড়িয়া?
কেন তুমি মুহূর্তেই দাও,
শত অশ্রু ভিজিয়া?
আবার সেই তুমি শতের মুখে,
হাসির ফোয়ারা দাও ভাসিয়া।
সুযোগ যদি দিতে মোরে
তবে এ ধরণীরে ফেলতাম পাল্টিয়া।
জীবন তুমি বড় বেহায়।