কবিতা নয় তো শুধু
একাধিক ছন্দমিলন।
তাহাকে কবিতা বলে,
যাহার মাঝে লুকায়িত,
মনের মমতা-ভাব-ক্রন্দন।


কবিতা শুধুই নয়,
জোড়া জোড়া শব্দের সমাহার।
কবিতা তাহাকেই বলে
যাহা জানে কবির মনের,
জানা-অজানা বাহার।


কবিতা শুধুই নয়
এক রুচিশীল সৃষ্টি।
তাহার সাথে রয়েছে কবির,
মাথার ফোঁটা ফোঁটা ঘামের ব্যষ্টি।


কন্ঠস্থ করিয়াছ কবিতা
নাহি কোন লাভ।
কবিতা শুধুই জন্য,
বুঝিতে কবির ভাব।