সামনে দেখা যায় স্বপ্নপুরীর
ওই রাজার মহল।
হাজার প্রহরী এপার ওপার,
দিচ্ছে টহল।

তাহার চেয়েও সুশ্রী যেন,
রাজার ঘুমের বহর।
স্বর্ণ,রুপোয় মোড়ানো,
শুধু তারই বিছানার চাদর।

তাও যেন তাহার চোখে,
আসে না ওই ঘুমের আসর।

তার চেয়েও শান্তি যেন,
আমার মায়ের আঁচল।
যেথার নিচে শুলেই ঘুম।
লাগে না গো সোনার চাদর।