রাতের পরে রাত
কেটে যায়,
নেইতো কোন খবর।
গিয়ে দেখি লেপের ভিতর,
বানিয়েছে কবর।


শিশু বলে আমি আজ
টিক টক ভিডিও দেখি।
ভাত খাব না আমি গো,
না মোবাইল রাখি।


সে যখন এক কিশোর হল
বলল গো সে ভাই,
আজ আমি নতুন নতুন,
পেজ-প্রোফাইল খুলি।
সারাটি দিন মোবাইলেতে,
পরে থাকে মোর আঁখি।
স্কুলেতে না গিয়ে তো,
মোবাইলে পড়ে থাকি।
রেজাল্টটি যখন বের হয়,
ভয় থাকে না বাকি।
তাও আমি মোবাইলের নিশায়,
ঠিক না হয়েও চলি।


সে যখন এক যুবক হল
তখন বসে বলিল,
মোবাইলটি নিয়ে আমি
শত প্রেমের বই পড়ি।
তারই মাঝে ঢুকে আমি,
জুয়ার আড্ডায় মাতি।
দিনশেষে বেকার আমি।
মোর মুখে ফোটে না হাসি
দিনশেষে আমি এক,
কামার-কুমার-জেলের-চাষী।