মন যেন আর মানে না।
অসহায় তোমার কাঁদনা।
দুটি চোখের জলটি যেন,
বাধিতে আর পারিনা।
যদি আমার থাকিতো,
ধন রতনের কণা।
দিতাম তোমায় বিলিয়ে আমি,
ছাড়া কোন শোচনা।
এখানে যেন আমার মনে
শত শত বেদনা।
দেন নি তিনি আমায় গো
সোনা মানিকের গহনা।


তোমার জায়গায় থেকে আমি
দুঃখ কষ্ট বুঝি।
আজ কেন মোদের জীবন,
তাদের আতসবাজি?
কেন মোদের বাঁচিতে হয়
করে অনেক ঝুঝি?