ঐ পারে মোর আবাসপুরী;
পদ্মা নদীর তীরে।
যে বাড়িটি লুকিয়ে আছে,
শত গাছের ভিড়ে।


সামনে ওই নদীর স্রোত,
চলে আপন মনে।
তা দেখিয়া আমার দিল,
ভরে সুখ-ধনে।
নৌকা নিয়ে দলে দলে,
বিকেলে আসর বসে।
সারাটি দিন মাছ ধরি।
ঐ নদীরই আমি জেলে।


রাত্রি হলে আমি থাকি,
চাঁদের তরে বসে।
আজও আমি বসে আছি,
ঐ চাঁদেরই তরে।
চাঁদটি যেন আজ না দেখি
পুরো রাত্রি মিলে।


হঠাৎ এক বালক ছুটে,
এসে গেল বলে,
আজ যে অমাবস্যা।
ব্যর্থ তুমি,
জানালা খুলে রেখে।