গড়িয়ে চলিলো অপরাহ্ন।
তবুও মোর ললাটে,
জুটল না এক মুঠো অন্ন।
মোর বাড়ি ঐ বস্তির মাঝে,
সকলের চেয়ে ভিন্ন।
কারণ বিনয়তা হলো;
আমার কাছে বরেণ্য।
আমি জন্মেছি সেই ,
বিনয়তার জন্য।
আজ এই ধরণীতে,
মানবতা নগন্য।
মোরে বানাতে চাই
পরের সুখের পণ্য।
আপনার দুঃখে আসিবে
সে হে জন,
যে হয়েছিল মোর
মানবতায় গণ্য।
স্বভাবতই, এই আশাই
মোর তরে কাম্য।
যদি তুমি ভাবো শুধু,
তোমার নিজের তরে।
তবে তুমি হবে গো
সবার চোখে নগণ্য।
তাই অপরকে দিতে হবে ,
আপনার চাইতে প্রাধান্য।