আমি যাব নানা বাড়ি ,
অনেক দূরের পথটি খানি,
তাইতো আমি চড়বো গাড়ি।
গাড়ির মাঝে বসে আমি
নতুন নতুন স্বপ্ন গড়ি।
নানা বাড়ি গিয়ে আমি ,
সবার সাথে ভাংবো আড়ি।
সবাই মিলে খেলি মোরা ,
নতুন নতুন সঙ্গ গড়ি।
নানা বাড়ি গিয়ে আমি
মা বলিলে ও নাহি তো পড়ি।
সারাদিন এদিক ওদিক
মনের সুখে বেড়াই ঘুরি।
মনে সুখের দৌরে গিয়ে
গাছের ডগায় চড়ি।
নানার আদর,নানির আদর
সবার স্নেহে ভাসি।
যদিও সারাদিন ঘুরতে ঘুরতে ,
হয় সর্দি-কাশি।
তাও আমি গোসল করি
পুকুর জলে ভাসি।
যেতে চাইনা চলে
তবুও যেতে হয়,
নানা নানি আমায় বলে ,
আবার যেন আসি।