তটিনী বহিয়া চলে আপন মনে।
নাহি তো কারোই বল থামাইবে তারে।
বাঁধ বাঁধিয়াছো তুমি তারই মাঝে
চাতুরি তোমার ভাঙিয়া দিবে নীর স্রোতে।
গমন করিবে তাও দিয়া ক্ষুদ্র ছিদ্রে।
পারিবে শুধু এক জনই ঠেকাইতে তারে
সে হে জন সৃষ্টি করিয়াছে এ তটিনীটারে।


অস্ত উদয় হয় যাহার আদেশে চন্দ্র-সবিতা,
তাহার নির্দেশ ব্যতীত লড়ে না একটিও পাতা‌।


তুমি যে পরম শ্রেষ্ঠ মহান।
যাহার মোরা দেখিতেছি ক্ষুদ্র প্রমাণ
আরো দেখিতেছি মোরা লক্ষ কোটি,
তাও কেউ বুঝেনা তুমি সর্ব মহান।