নদীর মাঝে তো,
এক প্লাস্টিক পরে।
যাহার জোরে জোরে ডাক
আমার কর্ণে ভাসে।
পানি হতে তোল আমারে।
বাঁচাও গো তোমার,
প্রিয় পরিবেশ টারে।
এটি আমার তরে
বলিতেছি নাহা যে।
আমি তো নিষ্প্রাণ,
এই নিখিল ভুবনে।
তোলো বাহি না তোলো।
এটি যাতে নাহি ভোলো;
এর থেকে বড় ভুল,
কর নি তোমার জীবনে।
অলসতার শিকার তুমি।
অবহেলার শিকার আমি।
কেন তুমি ফেলো না মোরে,
মাঝে ওই ডাস্টবিনে?
ঐ  অলসতা-অবহেলার,
বড় ভুল বুঝিবে।
যখন তুমি বসিবে,
ঐ চালকেরই আসনে।