ছুটে চলি ওই নদীর তীরে।
শুধু এক অজানা পথের তরে।
কোথায় গেলে যেন,
পাবো ওই সুজন মাঝিরে?
গিয়ে দেখি এক নৌকার বুকে,
শত সুরে বাজছে এক বাঁশি,
তার হস্ত মাঝারে।
পাখিরাও যেন নাচছে,
তার নিত্য-নবীন সুরে।
গিয়ে আমি বলিলাম,
আমি ওই তীরেতে যাব।
তোমার নৌকার পাটাটনে চড়ে।
তার নৌকা চলিল,
ওই নীরস্রোতের বুক চিরে।
তার বাঁশির শব্দে ভেসে,
আমি চাই ফিরতে ঘরে।