গতকালই দেখে গেলাম ,
তুমি ছিলে ভালো ।
আজ কেন এসে দেখলাম
হয়ে গেলে কালো ।
গতকালই ছিল তোমার ,
চাঁদের মত আলো ।
আজ কই সে আলো,
অদৃশ্য হয়ে গেল ।
আজ কেন তুমি
এ খেলা খেলো?
গতকালে দেখা পেতাম ,
তোমার বুকের ধুলো।
আজ কেন লুকাও তুমি,
তোমার ধুলোর আলো।


আজ বড় দুঃখ লাগে ,
তোমার চেহারা দেখিয়া ।
আজ কেন কোন জেলে
মাছ পায় না আসিয়া।
মোরা এই হাল করেছি ,
ময়লা আবর্জনা ফেলিয়া।
তোমারে হাল দেখিয়া,
মোর অশ্রু যায় ভাসিয়া ।
দেখে মনে হয় ,
তুমি গেছো মরিয়া ।
মোরা তোমাকে দেখতে চাই,
নতুন রুপে আনিয়া।