আমার এক স্বপ্ন ছিল,
হইল না তো পূরণ।
সেই স্বপ্নের বাঁধে ধরিল,
হাজার শত ভাঙ্গন।


আমার মনের স্বপ্ন নিয়ে,
কত ছিল আশা।
ব্যক্ত করা যাইবে নাকো,
দিয়ে মুখের ভাষা।


কত শখিয়া আশার বীজ
আমি বপীলাম।
শখের সাথে কষ্ট ছিল,
তাও করিলাম।
কিন্তু ঐ বীজের চারা,
নাহিতো দেখিলাম।


মনের মাঝে সেই স্বপ্ন
দেয় আজও খোঁচা।
আমায় আজ বন্দি রেখেছে,
ওই স্বপ্নের খাঁচা।


তিনি বলিলেন,
সবার মনের সব স্বপ্ন,
যদি হতো পূরণ।
তবে পাল্টে যেত এ ধরণীর,
কত সুন্দর বদন।