পৃথিবীটা চায় জীবন-মৃত্যুর খেলা চালাতে।
জীবন চায় গো আকড়িয়া ধরিয়া বাঁচিতে।
মরণ চায় তো ছিনিয়া নিচিহ্ন করিতে।
কিন্তু দেখা যায় গো সর্ব গ্ৰাসী মৃত্যুকেও মাঝে হার মানাতে।
চায় যে মানুষ বাঁচিয়ে না থাকিয়েও বাঁচিতে।


মনে করিও না তুমি, নামই রাখিবে তোমার অস্তিত্ব,
না ভাই না গো, কর্মই বাঁচাইবে তোমার ব্যক্তিত্ব।
যদি তুমি না দেখিয়ে চলো তোমার ভাগ আত্ম,
সৎ,বিনয়ী,উদার,নম্র,ভদ্রতে হতে হবে তোমায় আসক্ত।


সদ্য জাতের নাম রাখিয়াছো তুমি মহামান্যের সহিত,
যদি সে মানুষের মনে করে আঘাত,
অপরের কষ্টে যদি নাহি পরে তার ধারাপাত,
হইবে না হইবে না ভাই মহান শুধু কর্ম ব্যতীত্।