মৃত্যু,কেন তুমি এত কাছে?
ছায়ার মত ঘুরিতেছ পাছে?
নাড়িতেছ করা দরজার পাশে?
তবুও দেই না উত্তরটা তোমার;
দিলেই তো যেতে হবে চিরতরে।
হত হয়ে যাবো একদিন
জীবনের সুখ ত্যাগ করিয়া।
দুদিনের অহংকার ,
হয়ে যাবে চুরমার
ত্যাগ করিয়া জীবনের সন্ধি,
মাটির নিচে হব বন্দি
আবালবৃদ্ধবনিতা নির্বিশেষে,
সবাই রইবে অক্ষম বেশে।
যাবেনা সহিত কেউ তোমার ,
শুধুই যাইবে কর্ম।
এর মাধ্যমেই শেষ হবে ,
তোমার ক্ষুদ্র জীবনের সারমর্ম।