-এই যে একটা মেঘলা শহর।
এই যে নিদ্রাহীন অপেক্ষার প্রহর
এই যে ছিপছিপে তোমার গড়ন।
এই যে দেহের ভেতর আমার তীব্র দহন।
এই যে তোমার হাতের সরু নখ।
এই যে আমার হঠাৎ আসা অদ্ভুত শখ।
এই যে তোমার দেহে আমার আঁচড়..
এই যে আফিমের বিষে পরিপূর্ণ আমার পাঁজর


-এই যে তোমার মোটা মানিব্যাগ কাগজে বোঝাই..
এই যে আমি চোখের কালি কাজলে লুকাই।
এই যে আমার দেহের ভেতর প্রাণ..
এই যে তোমার আমায় ছুঁয়ে দেখার অভিমান..
এই যে আমার নীল শাড়িতে জড়ানো তোমার ঘ্রাণ
এই যে তোমার কালো ঠোঁটে অতীতের  স্মৃতি রেখা অম্লান..
এই যে আমি খুঁজছি তোমায় সকাল থেকে সন্ধ্যে।
এই যে তুমি ব্যস্ত ভীষণ চেয়েছি কি কারণ জানতে?
এই যে আমার দুয়ার খুললেই অপেক্ষার দাবানল..
এই যে তোমার লুকোচুরি, জানতে চেয়েছো এ বুকে কত জল?


-এসব দেখে কি মনে হয়? রূপকথার গল্প- বিউটি অ্যান্ড বিস্ট?
ওসব বড় পর্দা আর থিয়েটারের ভেলকি..
খুব বকেছো, দাও দেখিনি, বাজারের লিস্ট