এখন আর রাত জাগি না..
ভুল করেও পথ হাটি না..
সেদিনকার ঐ বিকেলবেলা,
এখন কেবল স্বপ্ন যেনো..
অনুরোধের ঢেকি গেলা..
সব কেবলই মায়ার ছলো..
সেদিনকার ঐ চাওয়া-পাওয়া..
আজ কেবলই অট্ট হাসে..
ইচ্ছেরা যে বিদায় নিলো..
অনুভূতিরা কি করে বাঁচে?
আমার করা বায়নাগুলো..
তোমার কাছে মিথ্যে নালিশ!
ওসব নাকি লোক-লজ্জা..
অভিনয়ের ভিজে বালিশ..
এখন কেনো রোদে শুকাও..
ক্ষতের গায়ে লবন মেশাও?
এখন এসব কষ্ট দেয় না..
যদিও তোমার আঁশ মেটেনা!
তোমার বলা কথাগুলো..
আজও কানে ঘুরে বেড়ায়..
তবে ভীষণ মন্থর..
জীবন যেমন অচেনা ভেলায়..
-কাব্য