উত্তরের কড়ই গাছের পাতার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে কালি জমা দুটি চোখ...
দখিনা বাতাসের শো শো শব্দ কানে ভিড়ছে ভীষণ..
একইসাথে দুলছে উস্কোখুস্কো লম্বা চুল..


পুব আকাশের সূর্যটার আজ দারুণ তেজ,
বরফ গলা জলের মতন গায়ের থেকে ঝরছে মেদ!


মুখের ভেতর কথা কই, আকাশখানায় চাঁদটা কই?
ঐ তো দেখা যায়, শুকতারা, কিন্তু মনের ভেতর সুখটা কই?


পশ্চিমটা বেজায় রাগী, যখন তখন ফুটায় বাজী...
পান থেকে চুন খসলেই, ঝড়ায় বৃষ্টিপাত...


নিয়তির সেই কড়াল গ্রাসে, স্বপ্নেরা কেমনে বাঁচে
অশরীরী রক্তচক্ষু উপেক্ষা করার সাধ্য আছে কার?


ভিন্ন মানুষ ভিন্ন রীতি, পথ চেনা যে বড্ড দায়!
দিক মানুষ বিদিক হয়ে সত্যটারে কোথায় পায়?