ওহে ষোড়শী,আমারে নিয়ে যাও ফের আমার অষ্টাদশী রাতে।
দীঘল সবুজ কুঞ্জে, ঝিঝির মোহ তালে,
আমি ফের রাখিবো কর্ণ, তোমার অন্তরীক্ষে।


ওহে, এলোকেশী, আমারে নিয়ে চলো বট বৃক্ষের তলায়..
মগডালেতে ঘর বাধিবো, রাখিবো শিমুল তুলায়..
রোজ নিশিতে জুজুর ভয়ে কাঁপিবে যখন তনু..
আগলে রাখবো বাহুডোরে, জ্বালাবো প্রদীপ-রেনু৷


ওহে ভিনদেশী, আমাকে নিয়ে চলো তোমার অচিনপুরে..
শুভ্রতায় গা ভাসাবো, উড়তে দিবো নীলে.
অচিনপুরের অচিন ভাষা যদি না মনে লয়...
অন্তরেতে চাষ করিও আমার  ভাবনাদয়..
বুঝিয়া লইয়ো, খুঁজিয়া লইয়ো..
শখের ইচ্ছা-পাতি..
সেই জগতে আর কে চিনিবে হায়!
তুমি হীন এ জীবন মাটি...