তোমার চক্ষু দেখে যাহা পাপ..
আমার মননে তাহি নিস্পাপ..
অবলা জাতির কাঁধে কেনো..
চালাও দা-কুড়াল?


ভেবে দেখো খানি সম্প্রীতি বিনি..
ছড়িয়াছে কভু ধর্মের বাণী..
বিক্ষোভে-বিদ্রোহে কভু
ভাঙিয়াছে বিভেদ দেয়াল?


স্মৃতি ঘেটে দেখো গ্রন্থ পুঁথিতে
এখনো লিখা আছে বিশাল সাহিত্যে...
কে এই প্রেমের প্রবর্তক...?
দেখিবে খুঁজে জীবন মানে.
সেই প্রেমেরই সমর্থক....


আছে যত নেতা জ্ঞানী-গুনী শ্রোতা...
ছিলো যত জমিদার..
সবাই মজেছে শখে আহ্লাদে...
জীবন করেছে পাপের ভাগাড়...