কতদিন কেটে গেলো কবিতা লিখছি না, সেই যে এক ভরদুপুরে কবিতা রাগ করে ঘর ছেড়ে বেরোলো আজও খুঁজে পেলাম না... তারপর কত মাস নিখোঁজ বিজ্ঞপ্তিতে সেটে দিলাম দেয়াল, লিফলেট বিতরন কত কিছুই না হলো অথচ কবিতা আর ফিরলো না... শেষবার কবিতাকে দেখেছিলাম নদীর ধারে উথাল হাওয়ায় চুল শুকাতে ডাকতে পারিনি.. কাছে আসতেই সেই হাওয়ার সাথে কেমন করে মিশে গেলো... কিছুদিন আগে দুটো কবিতা মস্তিষ্কের করিডোরে পায়চারী করছিলো.. আমি ঢুকতে দেই নি.. ও এমন না বলে হারিয়ে যাবে আর আমি অভিমানটুকুও করতে পারবো না? কবিতা অভিমান বুঝলো না চলে গেলো... কবিতাও অবশেষে প্রাক্তন হলো....