আর কতদিন পার হলে তুমি আমার কথার উত্তর দিবে?
-কিসের উত্তর? আপনি আমার উত্তর দিতে যেখানে দেরী করেন সেখানে আমি আপনার উত্তর এতো সহজে কি করে দেই?
-অভিমান করলে নিশ্চয়ই...অভিমান আমার বড্ড ভালো লাগে...
-অভিমান? ওসব আমি একদমই করতে পারি না...আপনার মনে হচ্ছে আমি অভিমান করছি?
-করতেই পারো, আবার নাও পারো, তবে আমি অভিমান হিসেবেই নিলাম...আচ্ছা, অভিমান আর রাগের মধ্যে পার্থক্যটা কী বলতে পারবে ?
-না, আপনি বলুন...
-রাগ আর অভিমানের মাঝে একটাই পার্থক্য, অভিমানে থেকে যাওয়ার একটা ইচ্ছে থাকে, রাগের মাঝে থাকে না...
-আমি আপনার মতোন কবি না যে এতো কিছু বুঝবো...
-এটা বুঝতে কবি হওয়ার প্রয়োজন নেই...ভেতরে একটা সুপ্ত মন থাকলেই বুঝা যায়, আচ্ছা জিজ্ঞেস করতেই ভুলে গিয়েছিলাম, কেমন আছো?
- আমি ভালোই থাকি.
-এইটাও ভুল বললে, মানুষ কখনো সবসময় ভালো বা খারাপ থাকতে পারে না.. জীবনটা হৃৎস্পন্দনের মতো, এই ভালো এই খারাপ... যাই হোক আমি ভালো নেই...তুমি বলেছিলে আমার মন খারাপ হলে যেনো তোমার কাছে চলে আসি .. তাই ফিরে এলাম
-ইউ আর অলওয়েজ ওয়েলকাম.
-ধন্যবাদ...কিন্তু তুমি আবার রাগ করো নি তো?
-নাহ একদম না.
-তবে চুপ করে রইলে যে?
-ওটা অভিমান...
-বাহ এইতো শিখে গেলে; অভিমান!