দেখো জোছনার রং নীল, দেখো কবিতার সাদা খাতা,
দেখো খেঁকশিয়ালে রোজ সকালে দিচ্ছে মুরগি পাহাড়া..


দেখো ভুলের দেশে কে যে
রোজ অংক শেখায় কষে!
সে যে বড্ড বোকা ছন্ন ছাড়া
আস্ত এক গাধা!


সেখানে বৃষ্টি ঝরে মেপে!
সেখানে রোদ আসে যে রাতে
সেথায়,
বনের রাজা সিংহমশাই
আঁতকে উঠে ভয়ে..


সেথায় লজ্জা যে কারো নাই
সেথায় সবাই সবার ভাই..
সেথায় নেই উঁচু-নিচু, বন্ধুর পথ, সবই যে সমান্তরাল...


বলি হিসেব করো শেষে
কি রইলো বাকি যে আর..
এ যে  অদ্ভুতুরে, ভুত ভুতুড়ে বিশাল এক সংসার