অরণ্য? ও কি তোর নাম জানে?
-না, নদীর এই অরণ্যে আসা যাওয়া নেই...তবে ও  আমায় অন্য নামে  ডাকে ..
কি?
- পাহাড়
একটা কথা বলবো?
-কি?
ওর উৎস কিন্তু ঝর্ণা
- তাতে আমার কি?
না বলছিলাম ঝর্ণা কিন্তু পাহাড়ের সাথে গা মিশিয়ে দিয়ে যায়...
- আমি কি পাহাড় নাকি..?
একটু নিজেকে আয়নায় দেখিস.. তোর দেহ পাহাড়েরই মতোন...
- কই ও তো কোনোদিন একথা বললো না?
এই তো বললাম...
-মানে? কে তুই..
ঝর্ণা তখন তার জলকূপের মুখোশ খুলে দিয়ে দাঁড়িয়ে রইলো..
আর অবাক চোখে তাকিয়ে রইলো অরণ্য....


-কাব্য