এদিকের মানুষগুলো স্বপ্ন দেখে, সে চায় সবচাইতে প্রিয় বন্ধুটা ঠিক পাশের ফ্ল্যাটে থাকুক কিংবা পাশের বাসায়.. যাতে বিকেল হলেই একসাথে খেলতে পারে অযথা ফোন কল না  করে ডিরেক্ট বেল চাপুক... প্রয়োজনে অপ্রয়োজনে পাশে থাকুক...আর প্রিয়  আত্মীয়ের বাড়ি থাকুক দু-বাড়ি পর মিনিমাম ১০০ ফুট দূরত্বে.. দূরত্বটা সম্পর্ক জোরদার করবে.. খুব কাছাকাছি থাকলে এসব সম্পর্ক গুলো মূল্য হারায়... তাই একটু ডিসটেন্স...প্রতি উইকেন্ড কিংবা বন্ধে হুটহাট যেনো চলে আসা যায়... আর প্রিয় মানুষ? ওর বাড়ি থাকবে পাশের পাড়ায়... এইটার দূরত্ব আরো খানিকটা বেশি... প্রতিদিন বিকেলে চা খাওয়ার নাম করে যেনো একটু ঢু মেরে আসা যায়.. দেখাও হলো , আবার ঘোরাও হলো.. আর পরিস্থিতি অনুকূলে থাকলে একসাথে চা-ও খাওয়া যায়...
বাবা, মা আজীবন বাঁচুক, যাওয়ার সময় হইলে সাথে কইরা নিয়ে যাক,
এদিকটাতে সব হয় মানুষ ভুল করে, শুধরায় আবার ভুল করে, ইচ্ছে জমায়, হারায়, ক্ষমা চায়, মাফ করে.. দুঃখ জমায়, সুখ খোঁজে.. শুধু এই স্বপ্ন গুলো পূরণ হয় না... এছাড়া বাকি সব হয় সব.. তবুও মানুষ স্বপ্ন দেখে.. স্বপ্নে বাঁচে