রোদ্রনীল মিথ্যে বলেছিলো গুটিকয়েক তারার মিথ্যে ঝলকানির লোভে।
ও বুঝতে পারিনি অপেক্ষা এখনো চাঁদ ছাড়া বাকি কিছুই দেখতে পায় না...
অপেক্ষার চোখে ভারি ছানি জমেছে...
যা রোদ্রনীলকে ভাবিয়েও ভাবায় না..
রোদ্রনীল ভুল করছে ও বুঝে..
কিন্তু রাতের তারার মায়া ছাড়তে পারে না...
অপেক্ষা সকাল হলেই রোদ্রনীলের গায়ের ভেতর যে চাদর তার ভেতর ঢুকে পরে..
রোদ সহ্য করতে পারে না..
অপেক্ষার বড্ড তারা দেখবার শখ...
রোদ্রনীল তারা দেখে অপেক্ষার কানে কানে গতিপথ বলে নাম বলে আর অপেক্ষা অবাক হয়ে চাঁদ দেখে..
ইদানীং কেনো যেনো রোদ্রনীল অপেক্ষার ভেতর তারা দেখতে পায়...
ও কি তারার প্রতি একটু বেশীই ঝুকে পড়লো?