লাইফ ইজ দ্যা বিগেস্ট মিরাকেল...
একমাত্র ধ্রুব সত্যি হলো মৃত্যু —
যার কাছে নত স্বীকার করে যাবতীয় দুঃখ, সুখ, হাসি, কান্না...
এই বিগেস্ট মিরাকেল এর ভেতর
তুমি হচ্ছো আরও অদ্ভুত এক মিরাকেল —
হঠাৎ আসা কালবৈশাখীর হাওয়া...
পৃথিবীতে অনিশ্চিত অপেক্ষার মতোন ভয়ংকর জিনিস যেমন নেই,
তেমনি নেই পছন্দের জিনিস প্রাপ্তির আনন্দের কাছে অন্যকিছু...
আমরা মূলত মৃত মানুষের চাইতে জীবন্ত মানুষ হারানোর শোকটাকে
বেশি কষ্টের মনে করি।
আর করবই বা না কেনো?
"I Deny your Whole Existence" —
বাক্যটি যখন নোট করে লিখছো, তখনই যদি
চোখের সামনে সে চলে আসে...
তখন তা কি আদৌ লেখা যায়?
কিংবা চোখের সামনে দেখেও কি অবিশ্বাস করা যায়?
মানুষ একবার ভূত দেখে, আজীবন তা বিশ্বাস করে যায়!
Time is the Best Healer!
কালোজিরা যেমন সকল রোগের মহৌষধ —
সময় হলো যাবতীয় সমস্যার সমাধান!
সময়-এর বিস্তর আবহে কত কিছুই ঠিক হয়ে যায়....
শৈশবে যেমন কাঠি লজেন্সের জন্য
কিংবা দুই টাকার হাওয়ার বেলুন ফুঁটে গেলে
ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠতাম —
এখন তা আর হয় কই?
সময়-এর স্রোতে কত কিছু বদলায় —
ইচ্ছে, ভালো লাগা-না-লাগা,
পছন্দ-অপছন্দ, আরও কত কী...
দেখলে না?
যার বিয়ের খবর শুনে প্যানিক অ্যাটাকে তীব্র চিৎকার করার কথা ছিলো,
তার জন্য সামান্য জ্বর অবধি এলো না...
পৃথিবীতে সবকিছুই অনিশ্চিত কিংবা আনপ্রেডিক্টেবল...
রইলো বাকি কে? মৃত্যু!
The Most Certain Thing
Which Comes at the Most Uncertain Time.
জন্মের পর থেকে
তুমি আর মৃত্যু —
আমার দিকে ছুটছো!
দারুণ রেস!
একটু তাড়াতাড়ি এসো!
মৃত্যু যেনো জিতে না যায় আবার!
অন্তত এতোটুকু তাড়াতাড়ি এসো —
যেনো তোমার কোলে মাথা ঢলে হওয়া যায়
The Last 7 Minutes of Death...
সবশেষে তোমার কাছে দুইখানা আরজি —
তুমি আমারে ঠিক ওমন কইরা ভালোবাসো,
যেমন কইরা ভালোবাসে একজন মুমিন এই দুনিয়ারে...
আর আরেকটি হইলো —
আমি যদি সত্যিই মইরা যাই
তবে তুমি নীল শাড়ি পরা ছাইড়া দিও!
নীলা রে যেনো আর কেউ নীল শাড়িতে না দেখে!
— কাব্য
২২শে এপ্রিল, ২০২৫