সেদিন পুরো জগত ঘুরলে
আমার বেলায়-ই হাঁটুর ব্যথা;
বিরল সেই চন্দ্রগ্রহণ,
একা একাই করলে দেখা।


আমি বললেই চোখ আবছা
মোটা ফ্রেমে বাক্সবন্দী;
আমারও তো ইচ্ছে হয়,
খালি চোখের তোমার চাহনি।


আমার বেলায়-ই মুখের ভেতর,
শব্দগুলো শেকলবন্দী;
চাইলেই মন দিতে পারো,
হাজার পৃষ্ঠার জবানবন্দী।


আমার বেলায়-ই তোমার অধর,
কাঠ পোঁড়ার ন্যায় শুকিয়ে মরে;
সেদিন তো দিব্যি মনে,
ওষ্ঠ তোমার নিকোটিনে।