ভালোবাসায় যখন বাঁচতে পারো নি, তখন ঘৃণাতে বাঁচো...
অনুরাগে যখন বাঁচতে পারোনি, তখন অভিযোগে বাঁচো..
ইচ্ছেতে যখন বাঁচতে পারোনি, তখন অবাধ্যতায় বাঁচো..
অনুরোধে যখন বাঁচতে পারোনি, তখন অনুশোচনায় বাঁচো...
হঠাৎ বৃষ্টিতে যখন বাঁচতে পারোনি, তখন চৈতালি রোদ্দুরে বাঁচো...
জোছনায় যেহেতু বাঁচতে পারোনি, সেহেতু অমাবস্যায় বাঁচো...
চোখের তারায় যেহেতু বাঁচতে পারোনি...
সেহেতু অশ্রুসিক্ত নয়নে বাঁচো...
আশীর্বাদে যেহেতু বাঁচতে পারোনি তখন অভিশাপে বাঁচো..
তবুও বাঁচো---
হ্যা আমি চাইছি, ভীষণ ভাবে চাইছি তুমি বাঁচো...
বাঁচতে তোমাকে হবেই...
তুমি বাঁচলে দেখে যেতে পারবো
একটি ইতিহাসের পুনরাবৃত্তি...
তুমি বাঁচলে ভেবে যেতে পারবো..
আমার সকল ভাবনারাই সত্যি...
তুমি বাঁচলে অতীতেরা করবে আনন্দউল্লাস..
তুমি বাঁচলে বর্তমানের চোখে জুটবে সানগ্লাস
তুমি বাঁচলে এক ভয়ংকর ভবিষ্যৎ রইবে অপেক্ষমান...
তুমি বাঁচলে আমার উঠানে বসাবো কবিতার নিলাম..