অঘ্রান মাসে কোন এক দিনে,
নির্জন পথে কোন উপবনে,
বেশ মৃদু শীতে এই অবনী তে,
শিশির হাসবে সবুজ মহী তে।
কান পেতে রব ঝর্ণার গানে,
পাহাড় হাসবে কোন দূর পানে।
পাখির কাকলি সদা বয়ে যাবে,
বিলাসী বাসনা মনে নাহি রবে।
মৃত্তিকা সেথা ভরবে সুবাসে,
কামিনী হাসবে সবুজ আপোষে।
জীবন থামবে প্রকৃতির মাঝে,
বাধা নাহি রবে সেই শুভ সাজে।
সমীরের স্রোত তরু ঘেঁষে যাবে,
মনোযোগ যেন কোথায় হারাবে!


প্রতিদ্বন্দ্বিতা নাহি রবে সেথা,
জীবন হাসবে অম্লানে সদা।
হাসে রা নামবে শান্ত পুকুরে,
পাখিরা উড়বে আকাশের তরে।
মেটে আল পথে বুনো ফুল ফোটে,
সুর ধেয়ে আসে ঘুঘুদের ঠোঁটে।
কিশোরী ছুটবে ঝুমকোর তানে,
অপরূপ হাসি রবে উদ্যানে।
জলজেরা হাসে পদ্মপুকুরে,
কচুরিপানাও দূরে খেলা করে।
নিমের শাখায় হিম ঝরে যায়,
চোখ ধেয়ে যায় শ্যামল ছায়ায়।
মাছেরাও নাচে খাল-বিল-ঝিলে,
হারায় হৃদয় সেথা তিলে তিলে।
খানিক বিরতি পাই সেথা যদি,
পূর্ণ হত এ জীবনের গতি।