ঘন কুয়াশায় ঢেকে গেছে এই জনপদ,
পবনের শিহরণে বিদগ্ধ জনস্রোত।
খুব শীতে এই পথে তবু তারা হেটে যায়,
দুঃসহ অবসাদে এই প্রাতে পা বাড়ায়।
কত শোকে, কত ঝোঁকে ছুটে চলে নাগরিক,
হতাশার আবাহনে নিষ্প্রাণ যান্ত্রিক।
পদধূলি কথা বলে একূল হতে সে কূলে,
দল ছুট কিশোরেরা যায় ছুটে মিছিলে।
প্রিয়তমা চলে যায়, রেখে যায় অনুরোধ,
এইভাবে পার হয় সময়ের এক স্রোত।
দুপুরের ক্ষীণ রোদে শীত নেমে গেছে বেশ,
নাগরিক কোলাহলে জনতার নেই রেশ।


অনাহত, পরাহত কত শত মানুষে,
এই পথ মুখরিত থাকে প্রতি দিবসে।
ভীড় এসে কড়া নাড়ে পড়ন্ত বিকেলে,
পদধূলি কথা বলে ওকূল হতে এ কূলে।
সোডিয়াম বাতি জ্বলে সন্ধ্যার আবেশে,
ক্ষীণ আলো, মৃদু লাল মিশে যায় আকাশে।
রাত্রিতে নিশ্চুপ অপরূপ এই পথ,
নিচ দিয়ে ছুটে যায় ইঞ্জিন ইমারত।
অখ্যাত কবি এসে ভালোবেসে গান গায়,
কত শত স্বপ্নেরা উঁকি মেরে চলে যায়।
ক্লান্ত শ্রান্ত চোখ চেয়ে রয় আকাশে,
ঘন কালো মেঘ যদি নিয়ে যায় নিমেষে?
নির্জন সমাবেশে একা হেথা বসে রয়,
হয়তোবা মৃদুস্বরে এই ব্রিজ কথা কয়।