মৃদুমন্দ হাওয়া বয়, উড়ে যায় এলো চুল,
চারিদিকে মেটে ঘ্রাণ, মনোযোগ অপ্রতুল।
আকাশের গায়ে জমে আসে কালো ঘন মেঘ,
চারিপাশ উদাসীন, নিষ্প্রাণ উদ্বেগ।
সমীর এর স্রোতে ভেসে যেতে চায় এই মন,
অবসন্ন হয়ে উঠে অযথাই অকারণ।
সুশীতল সমীরণে শুরু হয় বর্ষণ,
কেঁদে উঠে চারিপাশ, হেসে উঠে এ শ্রাবণ।
পাখিদের নীড়েতেও হানা দেয় এই নীর,
বিষণ্ণ ঘোরে যত সতেজতা শ্রাবণীর।
নিস্তব্ধ চারিদিক, সবদিকে এক সুর,
শ্রাবণের ঘন শ্যাম নিয়ে যায় বহুদূর।
ধেয়ে যায় এ শ্রাবণ নগরের প্রান্তে,
কর্দমাক্ত এ হৃদয় পথ-ঘাটের অজান্তে।