পাখিদের দল সবে ফিরে যায় নীড়ে,
লাল রঙা আভা আকাশকে ধরে ঘিরে।
বেলাশেষে হেথা আবারো সন্ধ্যা নামে,
জন কোলাহল বাড়তে বাড়তে থামে।
উদাসীনতায় ছেয়ে যায় এই মন,
অতীতের স্মৃতি করে চলে নিপীড়ন।
জানালার পানে চোখ রাখি অবেলায়,
দূর হতে যেন অতীতকে দেখা যায়।
চায়ের কাপে তে ভেঙে ডুবে যায় টোস্ট,
একে একে হেথা জ্বলে উঠে ল্যাম্পোস্ট।
আজকের মত চলে যায় এই দিন,
এখনো হৃদয়ে বিষাদ যে সীমাহীন।
চারিপাশে হেথা মনোযোগ অপ্রতুল।
জীবনের যেন ষোল আনা সব ভুল।