বিষণ্ণ দিবসের মাঝেও সহসাই মনে পড়ে যায়,
তোমার আমার সেদিনের ভালোবাসার স্নিগ্ধ অভিপ্রায়,


আমাদের সম্মিলিত স্বপ্নের জোট,
কল্পনা, উদ্দীপনা, ভয় ও সংকট,
আমাদের দিনক্ষণ, সাধারণ ভীতি,
আমাদের ভেঙে যাওয়া ক্ষুদ্র প্রতিশ্রুতি।
অবসরে অচিরেই স্মৃতি নাড়ে কড়া,
সংকীর্ণ হয়ে আসে আমার বসুন্ধরা।
ভুলিতে চেয়েছি যত, তত পড়ে মনে,
বিষাদের অভ্যুদয়ে ক্ষিপ্ত শিহরণে।
বলতে চেয়েছি তবু পিছু ফিরে আসি,
উপেক্ষা ছেড়ে দিয়ে চলো ভালোবাসি।


বলা আর হবে না এ ক্ষুদ্র আয়োজনে,
ক্ষয়ে যাবে এই প্রাণ কোন এক ক্ষণে।
আমার এই কথাগুলো আমাতেই রবে,
থেকে যাবে অনুভূতি সংকোচ ও ক্ষোভে।
ক্ষয়ে যাবে রক্ত মাংস মৃত্তিকা তলে,
ডুবে যাব বিস্মৃতিতে আয়ু শেষ হলে।
মানুষ আর কতদিন পৃথিবীতে বাঁচে,
যেতে হবে একদিন মুর্দার সাজে।
তবু কেন একসাথে বাঁচা নাহি হলো?
অশ্রুত থেকে গেলো মোর কথাগুলো।
সব শেষ হয়ে যাবে- যশ, ত্যাগ, খ্যাতি,
ক্রোধ, মোহ, আকাঙ্ক্ষা, শত অনুভূতি।
তবু কেন দূরত্ব শেষ হলো না যে?
অবসাদ নিয়ে থাকা বিষণ্ণ সাজে।