কতটা সময় কেটে গেছে হায় অবেলার পথ ধরে,
কতবার আমি স্তব্ধ হয়েছি আবেগের করিডোরে।
কতবার আমি নীরবে কেঁদেছি, ঝরেনি অশ্রুধারা,
বিরহের নদী বয় নিরবধি স্মৃতিগুলো করে তাড়া।
উজবুক হয়ে বেঁচে আছি আজও, ঘিরে ধরে অমানিশা,
ভবঘুরে হয়ে ঘুরে ফিরে আমি হারিয়ে ফেলেছি দিশা।
সময়ের তরে এই ভবঘুরে হেটে যায় রাজপথে,
নীরবে নিভৃতে ভেসে যায় তার কবিতারা ভুল স্রোতে।
তোমাকে দেখেছি সেই শেষ কবে সেদিনের সরণি তে,
তারপর যেন হারিয়ে গেলে এ জঞ্জাল পৃথিবীতে।
মায়াজালে ফেলে যেন চলে গেলে বহু শত ক্রোশ দূরে,
ঘুরে ফিরে আজ ঘরেতে ই ফেরে অখ্যাত ভবঘুরে।
এখনো স্বপনে ভীষণ গোপনে তুমি দাও হাতছানি,
নির্নিমেষ এর মত বেঁচে আছো, দিয়ে যাও যত গ্লানি।