"বিকিনি পরে চিত্রনায়িকা সমুদ্র স্নানে কক্সবাজার"
ফ্রন্ট পেজেতে ছবি এসেছে দেশ সেরা সব পত্রিকার।
দ্বিতীয় পেজের ইনসেটে দেখি রামদা হাতে পাতি নেতা,
তার নিচেতে "সুলভ মূল্যে বিক্রি হবে নকশীকাঁথা"।
হারপিক হাতে একটু নিচে মডেল দাঁড়িয়ে বাথরুমে,
পরের পেজে পুকুরে ডুবে ছোট্ট বাবু শেষ ঘুমে।
চতুর্থ পেজের ডান কলামে মাদকাসক্তের ক্ষতি,
তার নীচেতে - ব্রিজ বানাতে কোটি টাকার দুর্নীতি।
পঞ্চম পেজে পড়াশোনা আর জ্ঞান-বিজ্ঞানের সমাহার,
পাশের ছবিতে "ক্ষুধার লাগি পথশিশু খায় মার"।
ষষ্ঠ পেজে চাঁদাবাজির জেরে রিকশাওয়ালা খুন,
পাশের কলামে কাবা শরীফে টিভির মডেল মুন।
৭ পৃষ্ঠায় জোড়া কলামে ফুড সেফটির গুরুত্ব,
পাশের ছবিতে চিকিৎসা বিনে প্রৌঢ় নারীর অসহায়ত্ব।
ট্রাম্প বলছে "ড্রিল বেবী" ইন্টারন্যাশনাল কলামে,
কেউ বা আবার ব্যক্তি স্বার্থে দেশ বেচে খায় নিলামে।
খেলার পাতায় নেই তো খবর খেলা নিয়ে তেমন,
টিকটকে নাকি ভাইরাল এখন লেগস্পিনার ইমন।
হোটেল রুমের ছবি ভাইরাল- প্লেয়ার বাদ দল থেকে,
এসব খবর ডায়রিয়া হয়ে গন্ধ ছড়ায় রোজ নাকে।