আজ হতে সব ছিন্ন জীবন রেখা
বেছে বেছে সব ভিন্ন করব জ্বালাব অগ্নিশিখা!
পুড়ে পুড়ে সব ছাই বানাবো ঘোরকৃষ্ণ রং
ছিন্নরেখার সরু বেদনা ছাড়বে তখন ঢং।


চিত্ত যদি চায় গো যেতে আবিলতার স্নানে
হাজার কুড়ি বাণ ফুঁড়াবো ছিন্ন রেখার জানে!
সব আঁধারেই আঁধার ভীষণ দুঃখগুলি কাঁদে
ছিন্নরেখার ভিন্ন ক্ষণে আসবে আলো সেধে।


কে গো তুমি ঐ অদূরে ডাকছ যেচে যেচে?
সরু প্রভবের হাজার প্রভা পেখম মেলে নাচে!
আসছি আমি থামো খানিক ওগো পেখম রাণী
আজ আমি যে তুষ্ট হৃদে ছিন্ন ত্যাগী আনি ।


মন্দ্রধ্বনির নিরস সভা খোলস ছাড়ুক এবার
ব্যথা বেদনার সব নদী যে ভরাট হাহাকার।
ছিন্নরেখার ভিন্ন হওয়া আনবে ভাবি ভিন্নতা
হঠাৎ বুঝি কষ্ট দুঃখের অনুভবে শূন্যতা!