আমি এখন ভীষণ ব্যস্ত ,অবসর বলে কথা
সকাল আমার হয় দুপুরে ,ভীষণ অবহেলা
দুপুরে সারি সকালের নাস্তা,ভাসি হয় তরকারি
সন্ধ্যায় নামে কথার ফুল জুড়ি,চায়ের কাপে ইয়ার্কি।


এলোমেলো সব ছেলের দল আড্ডা জমায় ৩২ এ
কথায় কথায় চলে যায় ছাত্র জীবনের প্রসঙ্গে,
আহারে কত মধুর সময়,কতশত মায়াবিনী
এখনো আমরা প্রসঙ্গে প্রসঙ্গে তাদের কথা টানি।


ছোট ক্লাসের গ্লামারাস রগচটা সেই মেয়েটা
দু'দিন আগে দেখা হয়েছিলো,বলল ভীষণ একা
সবার নজর বক্ত্যার দিকে তারপর কি হল
উদগ্রীব নিয়ে অপেক্ষা সবার,সিগারেট টা দে না।


হাসি ঠাট্টা গল্পে গল্পে কাটানো হয় সন্ধ্যা রাত
মাসুদ বেটা গুড় দেয় কম,চা হয় কুপোকাত
কিছু কিছু ডায়েট ছেলে চা খায় খুব অল্প
কাচ্চি,তেহারির বেলায় জিভতার বড় ২-৩ প্লেটে হয়নাকো,
কামাল,বোবা,তেহারি ঘরে আমরা ভীষণ তুষ্ট
দিন চলে যায় ভুঁড়ি বেড়ে যায় ডায়েট করা আর হয়নাকো।


এইযে মধুর সোনালী সময়,সোনালী সন্ধ্যা
বছর কুঁড়ি পরে চোখে ভাসবে, আহা কি ছিলো সেই সোনালী সন্ধ্যা।


রচনাকাল-০৬/০২/২০২০
শুক্রাবাদ ,ঢাকা , বাংলাদেশ