তোমায় দেখছি না বহু দিন হল
আমি রাস্তার মোড়ে আগের মতই দাঁড়িয়ে থাকি
তোমার হাসিমাখা মুখখানি দেখবো ভেবে
কাঠ পোড়া এই গরমের মধ্যে হাঁটি।
তুমি রোজ ক্লাসে যেতে আমি একরাশ মুগ্ধতা
নিয়ে তোমার পথের দিকে তাকিয়ে থাকতাম,
তুমি লজ্জাবতী লাজুক লতার মত হাসি দিতে  
তাতেই আমার মন কুলফির মত গলে যেত
সেই তোমায় দেখছি না বহুকাল ।
মনটা ভীষণ ব্যাকুল তোমায় দেখবো বলে
কিন্তু তোমার দেখা নেই আজকাল।
খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি নাকি অসুস্থ
কিন্তু কি হয়েছে সেটা বলেনি তোমার সখী
তার নাকি ভীষণ লজ্জা তাই সে বলেনি।


তোমার শূন্য মাঠের আমিও যে ছিলাম একজন বর্গা চাষী
কিন্তু কপাল দোষে ফসল ফলাতে পারিনি।