পূর্ণ পূর্ণিমার রাতে পাহাড়ের কোন জুম ঘরে
জীবন্ত কবিতার পাশে শুয়ে আছে মৃতপ্রায় কোন কবি,
তিনি কবি, মৃতপ্রায় কোন কবি,
অযত্নে অবহেলায় দেহ প্রান যায় যায়।


মনে ভীষণ ভীষন্নতা, প্রকৃতির প্রেমে পড়ে না মন
দোলা দেয় না মনে পাহাড়ি কোন রমণী
বিরহে বাজে না কোন সুর
তিনি কবি, মৃতপ্রায় কোন কবি।


প্রতিটি সকাল নতুন আলোর হাতছানি
সূর্যের তির্যক আলো কাটেনা কবির ভীষন্নতা
সবুজের সমাহার মনে প্রাণে কী এত ব্যথা?


রাতে, পূর্ণিমার আলোতে সিক্ত হয় মন দোলা দেয় প্রাণে
উঠ কবি ,বস মাদুরে, হাতে নেও কলম খাতা
লিখ এই অবেলায় প্রিয়া শোকে মাতনে।


প্রেমহীন চোখে আকাশের সমীপে তাকিয়ে
পূর্ণ পূর্ণিমার রাতে পাহাড়ের কোন জুম ঘরে
জীবন্ত কবিতার পাশে শুয়ে আছে মৃতপ্রায় কোন কবি।