কবিদের পেয়ালায় তুমি একা নও
বিষাদে নিশ্চুপে চলে গেছে অনেকেই
স্মৃতির পাতায় রেখে গেছে কিছু কবিতা
যা জমা রয়েছে স্মৃতির ডায়েরিতে
কেউ খুলে দেখেনি সেই কবিতা
তার প্রিয় মানুষটিও না,
কবিতাগুলো জমে রবে ধুলোর মায়ায়।


এই যে তার চলে যাওয়া,
প্রকৃতির মায়া ছাড়া, অবেলায় ছুটে চলা,
বকুলের তলা ফাঁকা,কেউ রাখেনি তার খুঁজ,
স্মৃতির পাতায় তুমি একা নও
বিষাদে নিঃশব্দে চলে গেছে অনেকেই।


ছাদটা একেলা বিকাল কাটায়
একজোড়া শালিক, একটি কাক
কয়েকটা সিগারেটের প্যাকেট
দিয়াশলাই এর কয়েকটা কাঠি
নেই শুধু তুমি আর তোমার বেতের চেয়ার
সময় যাচ্ছে কেটে বেলা অবেলা
ধুলো জমছে তোমার কবিতার পাতায়।