গত বৈশাখে প্রথম দেখা আমাদের,
হাতে কাচের চুড়ি, কপালে টিপ
পরনে আকাশী-নীল শাড়ি
কি এক মোহ মায়ায় কেটেছিলো দিনটি,
আমি শুধু জানি রুপন্তি।


ধানমন্ডির মেস থেকে হেটে হেটে টিএসসি,
রং বেরঙের হাজারো তরুন তরুনী,
কি মোহ কি মায়ায় একে অপরের প্রিয়
যে মোহে আটকে গেছি আমি তোমাতে।


তোমাকে অপেক্ষা করিয়েছিলাম  কিছু সময়,
এসেই অন্য সব প্রেমিকের মত,
একগুচ্ছ গোলাপ দিতে পারিনি
শুধু বলেছিলাম সামনের বৈশাখে,
হাতটি ধরে আবেগ অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে ছিলে তুমি।


কথা ছিলো এবারের বৈশাখে
একগুচ্ছ গোলাপ দিব তোমাকে,
সৃষ্টির লীলা খেলায় দু'জন আজ দু'শহরে,
সবাই এখন শারীরিক দূরত্ব বজায় রেখে
নিজ নিজ বাসায় অবস্থান করছে।


সৃষ্টির সকল মানুষ ভালো থাকুক
ভালো থাকুক সবার প্রিয়জন।


রুপন্তি, আমাদের দেখা হবে কোন এক সুস্থ নগরীতে,
ভালোবেসে,আনন্দ উল্লাসে আমরাও সঙ্গী হব
হাজারো তরুন তরুনী মত সামনের বৈশাখে।


রচনাকাল-১৪/০৩/২০২০
চাঁদপুর ,ঢাকা , বাংলাদেশ