ঢেউগুলো  আছড়ে পড়ছে কিনারায়
কি মোহ কি মাদকতা সমুদ্রের নীল জলে
আহা কি মনোমুগ্ধকর রুপ নীল দরিয়ার।


রুপন্তি দাঁড়িয়ে আছে সমুদ্র জলে,
জলরাশি থাকে ছুঁয়ে ধন্য হচ্ছে
নেশা লাগে এই চোখে
তাকে ছোঁয়া ভীষণ বাড়ন।


আধশোয়া অবস্থায় দেখছি তাকে
কি মোহ নিয়ে তাকিয়ে আছে সমুদ্রে
আমার মোহ শুধু তাকেই ঘিরে,
খোলা চুল উড়ছে বাতাসে।


দশ দ্বাদশ কদম দূরে  আমি আধশোয়া
বিশাল এই সমুদ্র, নীল জলে রুপন্তি দাঁড়িয়ে একা।