সকালে ঘুম থেকে উঠি,ওসব মিথ্যা কথা
শেষবার কবে সকালে উঠেছি মনে নেই।


পাখিদের কোলাহল,ঘুম ভাঙ্গানীয়া ডাক
মোরগের সকাল বন্দনা,কবে হল আজ?
সে কতকাল শুনিনি,শুনিনি কতশত দিন,
ভোরের সূর্য সে তো অলিক সত্য
দেখিনি কত দিন।


সকালে ঘাসের ডগায় মনি মুক্তা চিকচিক
সে তো শৈশব,আহা কি মধুর দিন।


সেই সোনালী সকাল ,খেজুরের রসের হাড়ি
মায়ের হাতের মধুর পিঠা,কি ভারি কি ভারি।


সেই সোনালী সকাল ডিম ওয়ালাদের হাঁকডাক
গাভীর ওলানে বাবার কোমল হাত,
সেই গরম কাচা দুধ আহা কি স্বাদ।


কিছু পরিমাণ মুড়ি গুড় ,চাল ভাজা,গম ভাজা
চিড়াগুড় ,চিড়ার মোয়া,আহা কি স্বাদ
খেতাম সকাল বেলা,আহা হারানো শৈশব।


মিষ্টি মুখে দল বেদে যেতাম মক্তবে
কি মধুর সুর আহা!কোরানের বাণী
শিখিয়া শুনিতাম,মনোমুগ্ধকর এ বাণী ।


আহা সেই সোনালী সকাল, সোনালী  শৈশব
ফিরে পেতাম যদি দোয়েল,শালিক
বড় মধুর তাদের রব।


রচনাকাল-০৪/০২/২০২০
শুক্রাবাদ ,ঢাকা , বাংলাদেশ