শতবর্ষের প্রেম আমাদের
সংসার করা হয়নি একদিন,
বেলা অবেলায়, পার্কে রাস্তায়
প্রেম আমাদের ছুঁয়েছে বারংবার।


পথ থেকে পথে , মাঠ পেরিয়ে সীমান্তে
কত অজানারে জেনে,কত প্রান ঝরা দেখে
কত নির্ঘুম রজনী,কত অমাবস্যা পেরিয়ে
সংসার পাতা হয়নি এই সংসারে।


পাতাঝড়া দিবস পেরিয়ে, কোকিলের বিরহ গানে,
কৃষ্ণচূড়ার লাল আভায়,বকুলের গন্ধে
আমাদের মনে প্রেম জেগেছে
সংসার করার মত জাগেনি কোন মোহ।


প্রেম তুমি দেহ ভোগের উদ্ধে
প্রেম তুমি মুক্ত বিহঙ্গে
প্রেম তুমি বিরহের স্মরণে
প্রেম তুমি দু'জনার দু'জনে
সংসার ধর্মের উদ্ধ গগনে।