সময় যাচ্ছে কেটে অবহেলায়
তোমার প্রতীক্ষায়।


সময় যাচ্ছে কেটে নিরন্তন
নিদারুণ প্রকৃতির খেলা।


সময় যাচ্ছে কেটে কষ্টে
তোমার অবহেলায়,
সময় যাচ্ছে কেটে নেশায়
নিজের প্রতি অবহেলা।


সময় যাচ্ছে কেটে কৃষ্ণচুড়ায়
বড় অবেলায় তোমার ফেরা,
সময় যাচ্ছে কেটে বকুলের গ্রানে
মাতাল হই আমি তাতে।


সময় যাচ্ছে কেটে মুক্তির অপেক্ষায়
   - বড় কষ্টে।


সময় যাচ্ছে কেটে তোমার ফেরার অপেক্ষায়,
এখন আর কেউ প্রশ্ন করে না
তোমার বাম চোখ এত লাল কেন!


সময় যাচ্ছে কেটে যাচ্ছে তাই।