স্মৃতির কোন এক বেল্কুনিতে দাড়িয়ে
হয়তবা আজো দেখো আমায়,
দেখো কোন এক নিকশ কালো আকাশ থেকে
একগুচ্ছ আলোর ঝরেপড়া।
দেখো ঝড়ের আঘাতে নীড় হারিয়ে ফেলা
ক্লান্ত পাখিটি কে,
আর হয়তবা ভাবো এমনটা তো হয়
সহজ ভাবে নেয়া টাই উচিত,
হটাৎ তোমার মনে পড়লো
তোমার ছায়াতে লুকিয়ে থাকা
নিরপেক্ষতার নিপুন ছাপটি কে।
সময় টা যেন থমকে যায় হটাৎ।
মনের কড়া টি নেড়ে উঠে একবার
আর বলে কোথায় আছে কেমন আছে।
শরীরের লোম গুলি বিচলিত বোধ করে হটাৎ।
মনে করিয়ে দেয়
তোমার মধ্যে আমার ক্ষনিকের উপস্থিতি টা।
এবার দরজার করা নড়ে হটাৎ
জীবনের গতিটা মুহুর্তের মধ্যে চলমান হয়ে উঠে হটাৎ,
মনে পড়ে যায়
কারো জন্য সদ্য তৈরি হতে থাকা চায়ের কথা।
আবার...
এক মুহূর্তে
হাজার হাজার মুহূর্তের জন্যে
তোমার কাছ থেকে
হারিয়ে যাই হটাৎ।।